Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জুন ২০২১

সংক্ষিপ্ত পরিচিতি

• ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি ফরিদপুর শহর থেকে মাত্র ২.৭ কি.মি. দূরে ড. কাজী মোতাহের হোসেন রোড, চর কমলাপুর, বায়তুল আমান, ফরিদপুর এ- অবস্থিত। কলেজটির একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে এবং প্রশাসনিক কার্যক্রম কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়। 
 
• কলেজটিতে বর্তমানে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই ০৩(তিন) টি বিভাগের কার্যক্রম চালু আছে। প্রতি বিভাগে ৬০ টি করে মোট ১৮০ (একশত আশি) টি আসন রয়েছে। বর্তমানে কলেজটিতে প্রায় ৭৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। ভর্তিকৃত ৫০% ছাত্র-ছাত্রীদের মধ্যে  সরকার নির্ধারিত হারে সেমিস্টার ভিত্তিক মেধাবৃত্তি প্রদান করা হয়। নিয়োগপ্রাপ্ত ও খন্ডকালীন শিক্ষক সহ প্রায় ৩০ জন শিক্ষক-কর্মকর্তা কর্মরত আছে। 
 
• কলেজটিতে ১ টি প্রশাসনিক ভবন, ৩ টি একাডেমিক ভবন, ১ টি মাল্টিপারপাস ভবন, ব্যাংক, ডাকঘর, ক্যান্টিনের জন্য ১ টি দ্বিতলা ভবন, মোট ৩২০ সিটের ২ টি ছাত্রাবাস, ৯৬ সিটের ১ টি ছাত্রীনিবাস, ১ টি মসজিদ ও অধ্যক্ষ মহোদয়ের জন্য ১ টি ডুপ্লেক্স বাসভবন রয়েছে। অত্র প্রতিষ্ঠানে খেলার মাঠ, বিষয় ভিত্তিক বই সম্বলিত লাইব্রেরি, দ্রুত গতির ইন্টারনেট সুবিধা সহ আধুনিক কম্পিউটার ল্যাব এবং অত্যাধুনিক ল্যাব/ওয়ার্কশপসহ শিক্ষার আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।
 
• এছাড়া ২০১৮ সালে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ফরিদপুরের মধ্যে প্রতিষ্ঠানটি সর্বশ্রেষ্ঠ হবার গৌরব অর্জন করে।